ছিঁড়ে যাওয়া শিকা মানে অকেজো ছিল
সেদিন মেয়েটির মনে
ছেলেটির ভবিষ্যত্ ছিল অন্ধ গাছের শেকড়
কারণ ছেলেটি তখনও বেকারত্বে ভুগে
মেয়েটি বাড়ন্ত বয়স তাল গাছ ছুঁয় ছুঁয়
তাই ছিঁড়ে ফেলে যেতে হল
ছেলেটির স্বপ্নের ঘর বোনা কাশ ফুল
ছেলেটির বুকে তখন শূন্যতার বিক্ষোভ
মেয়েটি খিস্তি করে স্বপ্ন ভেঙে দেওয়া ছেলেটিকে
ঘুমের ঘোরে
সে ছেলেটি প্রিয় মানুষটিকে মনে করে কাঁদে
আর
দীর্ঘনিঃশ্বাস ফেলে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন