ভাঙাচোরা হৃদয়ের প্রেম নগরে কে তুমি?
স্বপ্নে ভালোবাসার সাত রং নিয়ে
গোছাভরা চুল আর লাল পাড়ের শাড়িতে
দাঁড়িয়ে আছো প্রেমের প্রদীপ হাতে
ব্যাকুলতায় আমি ওগো স্বপ্নের মায়াবী নারী
কল্পনাতে তোমায় আঁকি চন্দ্রীমার গাঁয়ে
খানিক পর হারিয়ে যায় সোনার চাঁদ
সময় পরিক্রমের ব্যাসার্ধ ছুয়ে
চঞ্চলতায় কাটে যায় আমার সারাদিন
ওগো স্বপ্নের মায়াবী নায়িকা
রাত জেগে লিখে যায় ঘুমন্ত পাখির পলকে
না দেখা প্রেমের ইতিকথা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন