আমার একদিন ভীষণরকম জ্বর হয়েছিল-
বুকের ভিতর অর্ধেক রাজ্যপট
মধ্যরাতে আলোয় জ্বলতে,জ্বলতে
দেখি
তনুয়ে
ঘাপটি মেরে শুয়ে আছে - ডানা কাঁটা পাখি
সুখ তুমি যাও
ফিরে যাও আজ
জনম দুখিনীর গৃহে
আমি মাথা নিচু করে ফিরে যাই
শূন্যতার উপত্যকায়
যে মেরে ফেলেছে আমার দীর্ঘজীবিত আয়ু
Tags:
সুখ
তুমি
যাও