যেমন রোজ মরি

 




আমার শরীরে লকলকে আগুন, পোড়া কাঠের গন্ধ । কৃষ্ণ হয়ে বাঁশিতে সুর তুলতে পারিনি রাধে, হিমুর দেওয়া নদী মাঝে মাঝে বুক পকেটে থেকে কিঙ্কিণী রিনিঝিনি শব্দ ওঠে, আমি একলা বসে থাকি ছাদের এককোনে সারারাত । মন খারাপে কতবার তোমার কোলে মাথা রেখে শুয়ে পড়েছি স্বপ্নের ভিতর আর মাইগ্রেনের যন্ত্রণায় কাবু হয়ে ঝগড়া করেছি একাএকা -

           মাথা ঘুরে হাপুনি নিঃশ্বাস বন্ধ

           

হঠাৎ আবার যন্ত্রণা, গর্ভধারিণী মা ব্যথায় জর্জরিত দীর্ঘ নয় দীর্ঘ মাস, নাভি কুণ্ডলী পেকে এসেছে । প্রসব বেদনা বেড়ে চলছে, বারোহাত কাপড়ে পেঁচানো মেয়েটিকে স্বপ্নে আসে,

         বুকের তাজা রক্ত বাঁ পাশের ধক ধক ধক শব্দ



কিছু দহনে

স্বপ্ন পুড়ে যায় 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন