রাত মানেই রক্তক বুক

 



প্রিয় গণতন্ত্র শোনো,

                    আমি খুন হয়ে গেছি দীর্ঘকাল আগেই 


এই নীরবতা শূন্যতা ভাগ ফল ও ভাগ শেষ

এরও ক্ষয় আছে..........


ক্ষয় নেই কেবল পোড়া ক্ষতর -

এই যে 'কত রাত জাগা ঘুমের মধ্যে ছিল বিষ

                          একই নাকি তুই প্রেম বলিস'


প্রাণ প্রিয় ভারতবর্ষ, আজ এই কবিতায়

ঘোষণা করে যাচ্ছি - প্রতি ব্যর্থ প্রেমিকের কাছে

রাত মানেই রক্তক বুক

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন