অন্যরকম এক স্তব্ধতা

 



বুকের ভিতর মুহুর্মুহু ফুটে উঠছে সন্ধ্যার ঘন অন্ধকার

ধীরে ধীরে বুজে যাচ্ছে সূর্যের আলো,

ইচ্ছে করে কেউ দেখেনি ঢেকে রাখা গোপন স্তব্ধতা


কিছু কথা চেপে রাখা ভালো


না হলে নিশ্চিত পূর্বপুরুষের মতো গুপ্ত কিছু কথা

হাওয়ার ভিতরে ছড়িয়ে পড়ে

ফতুর হয়ে যাবে অন্যর কাছে প্রকাশিত দুঃখ


পড়ে থাকবে উদ্বাস্তু খাঁকি শূন্যতার বধ্যভূমি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন