লকডাউনের দিনগুলো ৪

 



৪৬



হোঁচট খেতে খেতে -

আমি "আমাকে" খুঁজে পেয়েছি


৪৭


রাত্রিবেলা একটা মশা কানের কাছে ভ্যাঁ ভ্যাঁ করে উড়ে যাচ্ছে

এবং আমার ভিতরের নাস্তিক জেগে উঠছে


৪৮


ভোররাত থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে

আর পাকা ধানের জমি দেখে আমার মনে হচ্ছে

পৃথিবী নদীমাতৃক দেশ


৪৯


আজ ব্লাড টেস্টের রিপোর্ট হাতে এলো

কাঁপা কাঁপা হাতে রিপোর্ট দেখে আমি হেঁসে উঠলাম


আমি এখনো জীবিত


৫০


এই মাত্র আকাশ চাঁদ উঠে এলো

সাথে সাথে ঘরের বারো আনা অন্ধকার দূর হয়ে গেলো


৫১


বর্তমানে হাতের রেখা আর করোনার পরিস্থিতি

দুজন মিলে আমায় শকুনি মামার পাশার ফাঁদে ফেলেছে


৫২


জীবন আসলে বই এর কভার পেজে

তাকে অনুভব করার আগেই সব কিছু শেষ হয়ে যায়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন